মুহাম্মদ হুসাইন বিল্লাহ


হাতে গোনা কয়েকশ দিন,
মুছে গেছে ডাইরির পাতা থেকে
স্মৃতির জঞ্জালকণা আর অনুরক্ত কিছু
হাহাকার হয়েছে জীবন্ত ধুলিকণা।


শত অশ্রুবারি আর বিবেকের কষাঘাতে
বিপর্যস্ত শান্তির মরুপ্রান্তর।
যেহেতু শক্তি হারিয়ে আমি আজ দূর্বল ও
ক্ষীণতার কোলে আশ্রিত,
তথাপিও আমি আমার আত্মপরিচয় মুছে
ফেলতে পারিনি।


তোমার মনে পড়ে সেদিনের কথা!
এইযে শান্তি লাগবে নি শান্তি....
পদতলে রাজসিংহাসন আর প্রবল ঐশীর্য
পিশে ফেলে যেদিন ছেড়েছিলাম ঘর-বাড়ি
আর সুরম্য প্রাসাদ।


জাগতিক শত ভয় আর ক্লান্তি মুছে যেত
অসহায়ের এক চিলতে হাসিতে,
আর যেখানে ন্যয়ের কোন পরাজয় ছিলোনা
আত্মার সারিবদ্ধ কর্মফল আর স্পৃহাউদ্যতি
সেদিন পেয়েছিলাম খোলা উদ্যান!
আর প্রশান্ত চিত্যের এক পশলা সমীরণ।


আজ সেই আমি দিকভ্রান্ত পথিক!
খোলা জানালা দিয়ে মৌ মৌ সৌরভের বদলে
আসে বারুদের বিকট গন্ধ,
সোনালী দিনের গানের বদলে পাই ভয়ানক
মিসাইলের গর্জন,
আর খোলা ময়দানে পাই ঝলসে
যাওয়া আমার ক্ষতবিক্ষত দেহ!


আত্মার সেই প্রাচুর্যশক্তি
আর বুকে হাত বেধে করা শফতই তো ভঙ্গকারী আমি!
আর মনিবকে করেছি অবজ্ঞেয় আচারণ।
আত্মার পরিশুদ্ধতার খোঁজে তাই
ক্লান্তিহীন  ছুটে চলা।