একটা ভালো লাগা লেগে থাকে নীলাদ্রির চোখে
তাই দিয়ে সে স্বপ্ন বানায়
সেই স্বপ্ন ফেরি করে,
আমি তার পথ চেয়ে থাকি!
এক স্বপ্নের ফেরিওয়ালা আকাশ থেকে
মেঘের ভেলায় ভেসে আমায় ছুঁতে আসে
সাদা রঙের পালক, সাদা পাখা মেলে
এক বর্ণহীন গল্পে যার শেষটা হারিয়ে যায়,
সে ও হারিয়ে যায়।


রেসের মাঠে স্বপ্ন দেখার থাকে না কোন অবসর,
সাফল্য, সবার আগে যে ঘোড়াটা
তার পিঠে চেপে থাকে!
আমরা সবাই ঘোড়া হয়ে যাই!
সেই নীলাদ্রি, চোখ জোড়া তার দুই টুকরো নীল আকাশ
স্বপ্ন সে সবুজ ঘাসে বোনে
আমি তার প্রতীক্ষা করি!
সে রাজা হাসের মত লেকের জলে ভেসে বেরায়।


সবুজ স্বপ্ন চাই, সবুজের স্বপ্ন চাই
পৃথিবী বেঁচে থাক, নীলাদ্রির বোনা স্বপ্ন
একটিও সবুজ পাতা ছিঁড়ো না
পাতার বুকে স্বপ্নের কারখানা
নীলাদ্রি সেই স্বপ্ন ফেরি করে,
আমি তার স্বপ্ন পূরণের প্রতীক্ষা করি
মানুষ রেসের ঘোড়া হতে পারে না,
প্রতিটি মানুষের বুকে নীলাদ্রি আছে
একটি করে সবুজ স্বপ্নের বীজ।