পথিক আসিয়া একটা চিঠি
দিলো তার হাতে হায়,
মনের কথা বললো তাকে
চিঠির ভাষায়।


হাজার রঙের স্বপ্নগুলো
দিলো যে আজ ধরা,
স্বপ্নের হাতছানি চাইছে দিতে মন
শুধুই পাগলপারা ।


অতঃপর......
হৃদয়ের ক্যনভাসে তাকে আঁকলাম
মিষ্টিময় কিছু স্বপ্ন বুনলাম ।


কিছু টা সময় অতিবাহিত হলো....


মেয়েটি বলে উঠলো ভৎসনা ছলে
কপালে রাখিয়া হাত ,
তুমি কেন এতো কষ্ট করছো ??
জানোনা তুমি !
আমার আছে অন্যজনের সাথে ভাব ।


বোঝালাম তাকে
কতটা ভালো লাগে!
কতটা ভালোবাসি !


আনন্দে হাঁসিয়া সে বলিলো
তুমি হাঁসালে মোরে
ভালোবাসিনা , তাইতো তোমায়
চাই না আপন করে ।


যারা হয়তো কাউকে ভালোবেসেছে
জীবন ও বিলিয়ে দিয়েছে হায় ,
তাদের ভালোবাসা কি আর
তোমাকে শোভা পায় ...।