গ্রাম থেকে এসে
একদিন নগরে আগুন লাগিয়ে দেব। পুড়ে
ছাই হলে খুঁজে নেব
গ্রামের মাঠে গমের নাড়া পুড়ানোর স্বাদ।


একদিন নগরের বাজারের
সব রাস্তা খুড়ে দেব
গ্রামীন দুই হাত দিয়ে,


যে হাতে কলম ধরে
কটা সার্টিফিকেট কুড়িয়েছি মিথ্যে পাশ করার নামে


একদিন সেই হাত দিয়ে
খুবলে নেব রিক্রুটমেন্ট বোর্ডের নেতা-দাদাদের..


একদিন শহুরে অ্যাকোরিয়ামের জীবন
একদিন লোভী অ্যাশট্রে-কফি কাপের জীবন
একদিন বিলাসিতার লিফট-লাভ পয়েন্টের জীবন
আমাদের এই গ্রামীন হাত দিয়ে দুমড়ে মুচড়ে দেব


কালাপাহাড়কে সঙ্গে নিয়ে যাব একদিন নগরে
কোথায় কোন চাটুকার
কোথায় কোন অভুক্ত আমলা
কোথায় কোন সাদা পোষাকের পকেটমার
আমাদের বাড়ি-গয়না বন্ধক রাখায়
তাদের উপড়ে দেব সমূলে...


একদিন নগরের প্রান্তরে প্রান্তরে
মিছিল করব, আমাদের
বিজয়ের পানের পিকে
রাঙিয়ে দেব তোষামুদে বাড়ির রঙ


আমরাই রাজ্য, আমরাই রাজা, একদিন
বুঝিয়ে দেব দারুণ করে...