খসে পড়ুক সুমেরুর সব
বরফ - ধ্বসে পড়ুক
অমানবিকতার সব খনি ।


তোমার আমার যৌথ আকর্ষণে
এসো ভেঙে ফেলি সব
এসো আমাদের ভালোবাসায় পৃথিবীকে করি ঋণী ।


বঙ্গপোসাগরে সুনামি আছড়ে
পড়লে সুন্দর বনে চলো
শপথ নিই ঘর বাঁধার ।


পৌষ আসুক - ফাল্গুন পালাক ।
আমরা চলো সময়ের উপর সুন্দর পা দিয়ে
পণ করি বৈশাখে আম কুড়োবার ।


শবনম্ যেমন সূর্য কিরণে
মাখামাখি , চলো
দুজনে বাঁচি রাগি ভিসুভিয়াসে জীবন রেখে ।


মারিয়ানা আমাদের মরণের
জন্য যথেষ্ট নয় । ঝাঁপ
দিই চলো মাউন্ট এভারেস্টের চূড়া থেকে ।


চার হাত এক করে চলো-
ছায়া পথে হাঁটি আর
হই একে অপরের ছায়া ।


নীহারিকা হয়ে জ্বলতে চলো
সাথে কাটিয়ে দিয়ে
পার্থিব জীবন মায়া ।


ধূলি ঝড় হতে চলো
আটাকামার বুকে
মিশে যাক দুই বুক ।


ফুল ফুটুক ফুল বাগানে
আমরা চলো -
মিথোজীবিতায় খুঁজি সুখ ।