ওয়ানসিয়ানা কালো মেয়ে
ওয়ানসিয়ানা ভালো
ওয়ানসিয়ানা একলা থাকে
ওয়ানসিয়ানা আলো


কাজ ফুরালো সাঁজ মুড়ালো
ওয়ানসিয়ানা হাসে
কালো মেয়ের কালো গালে
চাঁদের হাসি আসে ।


ওয়ানসিয়ানা প্রজাপতি
রূপকথাটা তার
ওয়ানসিয়ানা কালো মেয়ে
মায়ের মুখটা ভার ।


ওয়ানশিয়ানার বাবা শ্রমিক
চা বাগানে থাকে
ওয়ানশিয়ানার বাড়ি বোধহয়
তিস্তা নদীর বাঁকে ।


ওয়ানশিয়ানা , ফাইনাল ইয়ার
বাঙালী সে নয়
ওয়ানশিয়ানা অতি সাধারণ
চোখে ধরার মত নয় ।
(কবিতাটি অসম্পূর্ণ)