বুকের মধ্যে অন্ধকার বড় বাজে


চারদিকে এত আলো, এত উল্লাস
অথচ আমাকে ছুঁয়ে যায় না একটুও
বরং অন্ধকার আমাকে ভীষন ভাবে ছিঁড়ে খায়
রাতে প্যাঁচার কান্নায় আমার খুব কষ্ট হয়


জীবন হাতড়ে কোনো তল খুঁজে পায় না
দাঁড়-মাস্তুল ভেঙে নোঙর ফেলি অচিনে