ক্ষয়ে যাওয়া শিলালিপি; বরাহমিহির
আমাতে রাজত্ব করে  অখন্ড ভুল সময়
ভাঙা শব্দের ভারে জেগে ওঠা মৃত নদী

টিয়ে পাখির ঠোট হয়ে অভিন্ন অরণ্যক
আমাতে রাজত্ব করে দারুচিনি দ্বীপ;
জারুলের ঠোঁটে আঁকা বালক বিকেল

গভীর রাতের মত ধূসর নিশ্চুপ
আমাতে রাজত্ব করে জলপাই রঙ
ছেড়া কবিতার পাতা এবং-
তালাকপ্রাপ্ত ঘরের বিষন্ন চিবুক ।