বহু পাহাড়ের বনে জমেছে বেবুন রাত
দাপাদাপি করে রোজ সকালের ঠোঁটে


দিকে দিকে মায়া-বন, ঘুঘুর ডাকের রঙ
লেগে আছে টিলায়; সে সব মেখেছে
যে পাগলের বাঁশি
তারই ওপরে হাঁটে বিষাদের জন-মেঘ
উদাস অম্বরে


স্বপ্নের সমাধি তলে কোনো নারী
অঞ্চলে ঝুলিয়ে সংসার জ্বালায়নি
প্রদীপ শিখা তুলশি তলে; তার ছায়া
পড়ে আছে সরিসৃপ সময়ে


ভেষজ গল্পে পুষ্ট বিষাদের নদী
কাঁটা-ঝাড় ছেড়ে দেখে হরিণী
চাহনি রোজ পাখিদের দেশে