ধরো নিজের কাছে নিজেই যদি জিজ্ঞাসা রাখি , কি করলে সারাটা জীবন । দেশের জন্যে , দশের জন্যে ?  কী জবাব হবে ? কোন ভালো কাজ , কোন মঙ্গলময় উপাদান কি দিয়ে দেওয়া গেছে ? হয়তো যায় নি , বা হয়তো কোন কোন ক্ষেত্রে কিছুটা হলেও দেওয়া গেছে । সে তো সবার বেলায় নয় । ধরো আমি কিছু করে যেতে পারলাম না , যাতে একটা দাগ তৈরী হয় । তাহলে ?
           সব চাইতে সহজ ও সোজা কম্ম কোনটি ? আমরা কি জানি না । নিশ্চিতভাবেই জানি । মনে করো তো ।  
          আমি নয় আমাকেই একটু সাহায্য করি । সবচেয়ে সহজ নরকের দিশায় পথ চলা । যেখানে নোংড়া , আবর্জনা বিষ্ঠার আস্ফালন , কেন জানি না পা বারবার সেদিকেই টানে । অজান্তেই । খারাপ খারাপ কথা বলার , দুব্যর্বহার করার , অন্যকে অপমান করার অধিকার যেন আমার জন্মগত । তাই এটাই আমার বা আমাদের কাছে সর্বাপেক্ষা সহজ ।
          এসো বন্ধু , সকলে মিলে কঠিনতম কাজটিই আমরা চেষ্টা করে দেখি । একটু হাসি , একটু হাসাই , ব্যথার জায়গায় একটু মলম লাগাতে পারলে ক্ষতি কি !
         অন্ততঃ এভাবেও একটা দাগ রাখার চেষ্টা করি না । নরকের দিক থেকে মুখটা ঘুরিয়ে নিতে পারলে , সেও বা  কম কিসে ! হোক না সে ক্ষণজীবী । তবু তো দাগ , কি বলো ?