আমার নিস্পাপ শিশুরা


খাল কেটে রেখেছ তুমি নিজেরই হাতে
কুমির তো আসবে
যদি ভেবে থাকো
সে কুমির কামড়াবে শুধু আনবাড়ির লোকেদের
তাহলে তার ফল তোমার তো পাওনা হবেই


আগুন জ্বালিয়ে রেখেছো তুমি নিজেরই ঘরে
হাওয়া দিয়েছো জ্বালানী ঢেলেছো শীতে
একা তাপ পোয়ানোর লালসায়
সে আগুন একদিন লাগবেই অনিবার্য
তোমারই ঘরে বিছানায় লেপে কম্বলে
এ অমোঘ সত্য ভুললে চলবে কেন বন্ধু


তুমি সাপ নিয়ে খেললে একা খেলো
সে গোখরো তোমাকে কামড়ালে কামড়াক
সে কামড় আমার নিস্পাপ শিশুরা খেলে
পড়শী হিসেবে ভেতর ঝলসে তো যাবেই
ওরা তো আমারও সন্তান
পর ছিল নাকো কোনদিন


এ আত্মঘাতী খেলা থামাও এবারে
থামাও এই রক্তের হোলি
যতই ওরা একে একে লুটিয়ে পড়বে মাটির কোলে
আকাশ-বাতাস আমার ফেটে হবে চোচির !


***** আমরা সবাই শোকাতুর *****