বৃহত্তম একটি থান পেলে দিন একরকম
রূপসী স্বপ্ন মেলে ঢেকে রাখা রাতের জখম
যত ফাটা মন ধানের খেতে শিষে লাগা জল
হাজা-ফোঁড়া থেকে বেরিয়ে আসা পচা গরল
শিউলি তলায় শুয়ে থেকে  সঞ্জীবনী বায়ু
ছুঁয়ে যেতে পারতো আরও ভোমরার আয়ু
তা হয় নি একলা ইচ্ছেয় তা তো হয় না
তা বলে শিশমহল খোঁজা ? তা সয় না ,
পায়ের তলা চুলকোলে হেঁটে এসো গণতন্ত্রে
হাতির পা চুলকে না হয় কৌশলী ষড়যন্ত্রে
স্নান সেরে নেওয়া যায় শুদ্ধ ঝরনার জলেও


গু ঘষবে না শিশু-গালিচায় পা চুলকোলেও ।