কিছুদিন মা বিষয়ক কবিতা জ্বর শুরু হয়েছিল । এ জ্বরকে স্বাগত জানানো কবিতার পক্ষে নিশ্চয় স্বাস্থ্যকর । আমিও জ্বরাক্রান্ত হয়ে একখানি কবিতা পোস্ট করে দিয়েছিলাম । কিন্তু যখন মনোনীত কবিতার তালিকা প্রকাশ পেল , দেখলাম আমার লেখাটি তাতে নেই । না হওয়া দোষের কিছু নয় । সবার লেখা তো ভালো হয় না , বা যোগ্যতামান উত্তীর্ণ হতে পারে না । আমার লেখাটিও নিশ্চিতভাবে সম্মানীয় বিচারকবৃন্দের দৃস্টি ভঙ্গিতে পাস করতে পারে নি । আমি এ ঘটনাটি স্বাভাবিক প্রক্রিয়ার অঙ্গ হিসেবে মেনেই নিয়েছি ।
          কিন্তু অবাক হলাম , আকস্মিকভাবে যখন উদ্যোমী কবির ছবি পাঠানোর জন্যে আমন্ত্রণ পেলাম । আমিও কবি বন্ধু শিমুল শুভ্রকে সবিনয়ে জানিয়েছি যে আমার কবিতাটি তো মনোনীত হয় নি । তাহলে একটি ভুল বার্তা পাঠক ও কবি জগতে পোঁছে যাবে , যা আমার পক্ষে অসম্মানজনক ।
           কবিতা লিখতে পারি বা না পারি , কিছুটা অহং বোধ অস্বীকার করি কি করে ।
            সকল শুভানুধ্যায়ী কবি বন্ধুর পরামর্শ চাই ।