মন টা আমার হঠাৎ বাউল,মন টা হঠাৎ সাদা;
মন টা হঠাৎ গভীর কালো,মন টা পাঁকের কাদা।
মন টা হঠাৎ আগুন পাখি,মন টা হঠাৎ ঝড়
মন টা হঠাৎ প্রশ্নে ঠাসা,মন টা নিরুত্তর।
মন টা আমার প্রেমের তলাশ কোপাই নদীর ঘাটে,
মন টা আমার ছারখার পুড়ে নক্সীকাঁথার মাঠে।
মন টা জুড়ে কোথাও যেন আদিম যুদ্ধ চলে,
মন টা আজও পূর্ণিমা চাঁদ ঝলসানো রুটি বলে।
মন টা আমার দেওয়ালে পিঠ,এবার ঘোরার পালা;
মন টা আমার নীলকন্ঠ সইছে বিষের জ্বালা।
মন টা আমার চিতার আগুন সমাজ লাশের মুখে,
মন টা আমার শান্তি পাবে বিদ্রোহিনীর বুকে।