অগুন্তি পাতার শেষে বুঝলাম,এ হিসেব
মিলবার নয়।
গঙ্গার ঘাট-সিঁড়ি আমারই থাক,তুমি নাও
'সিটি অফ জয়'।
শ্বাপদ জীবন থাকে প্রশ্নের বেড়াজালে,মূহুর্ত
ক্ষয় থেকে ক্ষয়;
যদি এ সময় আজ অনন্তে বেহিসেবী,অনন্তে
প্রেম কেন নয়?
তোমাকেই ভালোবেসে বার বার ফিরি নিয়ে
বিপ্লব অথবা প্রলয়;
'সিটি অফ জয়'শুধু তোমারই হোক,পাশে রেখ
আমারও হৃদয়।