আঙ্গু্ল ফাঁকে কলম,আমার
আবছা দেওয়াল ঘড়ি;
সাদা ক্যানভাস নীল, দিনটা
মিথ্যে আহামরী।
গুটি গুটি পায়ে হেঁটে, আমি
চাঁদকে ছুঁয়ে আসি;
আমার জমাট বৃষ্টি আকাশ, মনে
গোপন রাখাল বাঁশী।
তোর কোলের ওপর মাথা, তবু
দু'চোখ কোনে ভেজা;
আমার ভাঙন ধরা দেহে, তোর
আশ্রয়স্থল খোঁজা।
জানি ছাড়তেই হবে তোকে, আমি
হঠাৎ তারার দেশে;
তুই ব্রহ্মপুত্র বাঁকে, আমি
একলা পরবাসে।
সব নিয়ম শিকেয় তুলে, কলম
খামখেয়ালী লেখে;
আমার ঠোঁটের কোনে হাসি, বুকে
মারন রোগ'কে ঢেকে।