এ দেওয়াল থেকে ও দেওয়ালে ঝড় উঠছে,
ম্যারী-গো-রাউন্ড হয়ে ঘুরছে
কিছু শব্দ,কিছু দৃশ্য;
সমুদ্রটা আজ কেন জানিনা নিয়ম ভেঙেই
খুব অশান্ত।
বিক্ষিপ্ত ঢেউ গুলো রুক্ষ পাড়ে ধাক্কা খেয়ে
ফিরে আসছে বারবার।
তাহলে শুধুই কি নিজের অক্ষমতাকে ঢাকতে
রং লাগাচ্ছি দেওয়ালে?
জানিনা;
এ প্রশ্নের জবাবে আমি নিরুত্তর,
নিজের প্রতি।