চিন্তারা সব উস্কো-খুস্কো
রোজনামচার ভীড়ে,
কিন্তু এ মন বাঁধছে বাসা
কোপাই নদীর তীরে।


কলম আমার বশ মানেনা,
আপন বেগেই চলে।
পারব আমি,আয়না'টা রোজ
এমন কথাই বলে।।