জানি মৃত্যু এলে চলে যেতে হবে,
ঈ্শান কোনের পরে রোহিনী এবং গাঙচিল;
মেরুদন্ডহীন এক সরীসৃপ পিছে পড়ে রবে,
উদবর্তন দেয় যন্ত্রনা শুধু অনাবিল।


শীতের অন্তিম রাতে মুখোমুখি আগুন হৃদয়-
বৃষ্টি ভেজেনি তারা,নদীতেও ধরেনি ভাঙন;
অসমাপ্ত কথা তবু ধ্বনি থেকে প্রতিধ্বনি হয়
জাতিস্মর জানে শুধু, ইচ্ছের হয়না মরণ।।