সেইসব ভিজে বালি, ভেজা শাদা হাত
পাড়ে এসে ফিরে যায় আপন খেয়ালে;
ম্রিয়মাণ, ধূসর, অজান্তে রং তবু সাত
আকাশ সমুদ্র ব্যাবধানে সমান্তরালে।


জমাট যন্ত্রনারা অশনিতে মিশে মিশে যায়,
আমিও তাদের ভীড়ে মিশে হই অচেনা-মানুষ;
পাতার শিশিরকণা ধমনী-প্রবাহমূলে ধায়,
মনটা ফিনিক্স তাও,বাঁধে বাসা আশার ফানুস।।