থাকতো যদি গাছটা এমন
ফলত কাড়িকাড়ি টাকা
তাইলে কি আর জীর্ণ জীবন
এমন দরিদ্রনারায়ণ থাকা।


যখন অর্থাভাবে ক্লিষ্ট জীবন
তখন বেঁচে থাকাই ভার
এসেছি তাই নদীর ঘাটে
শীর্ণদেহ, জলেই দিবো ছাড়।


ও মা!  এ কী চমৎকার!!


দিয়ে গেলেন বিদ্যা সাগর
আমায় জ্যান্ত গাছের বর!
চারাগাছটা দিয়ে বললেন
"ওহে বাছা, এটা রোপন কর"।


বহুমূল্য এই চারাখানা ওরে
যদি দেখে ফেলে কেউ পাছে,
চারাখানি তাই রোপিত হবে
আমার শোবার ঘরের পিছে!


তিনটে বেলায় পানি দিলেম
দিলেম হরেক রকম সার
চারাখানাতো যেনতেন নয়
এই চারাগাছ তো টাকার!


গাছখানি আজ হয়েছে বড়
পেকেছে অনেক টাকার ফল
জীর্ণদশা দূর হলো মোর
বুঝলাম; গাছই আসল বল।


ঝুমঝুম করে ফলছে টাকা
ওরে আমার টাকার গাছে,
মোড়ল, ঠাকুর যত আছে
এখন সবাই আমার নিচে।