শুধু নারী নই, আমিও মানুষ
রক্তে মাংসে গড়া মানুষ;
তোমার মত আমারও আছে -
ভাল লাগা, মন্দ লাগা;
আমিও স্বপ্ন দেখি, ভালবাসি-
দু:খ পেলে আমার চোখেও জল আসে;
আমিও হাসতে পারি, গাইতে পারি;
অনুভূতি গুলো আমারও সক্রিয়-
অথচ তুমি সেটা স্বীকার করতে নারাজ!


আমার বেড়ে ওঠা তোমার মত হয় না!
স্বাধীনতা শুধু তোমার, সেটা ছুঁয়ে দেখার আমি কে?


শুধুই ভোগ্য আমি তোমার কাছে?
আমার ভোগকরার অধিকার থাকতে নেই!
ভালবাসলে শুধু আমিই নষ্টা হই!
কিন্তু তুমি কোনদিনই নষ্ট হওনি!
কি আজব অসমীকরণ!!
কখনো ভেবেছ?


আমার ভালোলাগাগুলো কোনদিনই -
তোমার মাথা থেকে অন্তরে আসে নি;
তুমি ছুটে আসতে পারো আমার কাছে
অথচ আমার হেঁটে যেতেও মানা!
আমার নিজস্বতা থাকতে নেই!
নিদারুণ তোমার সভ্যতা!!


ভালবাসার অভিনয় করে বারবার ধোঁকা দাও-
আমি এতটুকুও অবাক হইনা;
ভীষণ দু:খ পাই, তবুও ভালবাসি,
পথের সাথী হতে চেয়েছি, করুণার্থী নয়,
কখনো ভেবেছ কি?


তুমি কি শুধুই পুরুষ?
একবারও প্রেমিক হতে ইচ্ছে হয়না?
ভালবাসা কি শুধুই দেহসর্বস্ব থেকে যাবে?
নাকি চতুষ্পদের মত বংশবিস্তার করতেই কাছে আসবে?


পারবে কি -
অন্তত একবার  ভেবে দেখতে?


১৮.৮.২০১৭
২১.০৫ মি.