সে এক ব্যর্থ কবি
সে জানেনা গদ্য, পদ্য, ছন্দ
কিংবা কবিতার ব্যাকরণ ;
তবুও সে লিখে যায় নিরন্তর
সে লিখে যায় কারণ অকারণ।


কিছু পাবার জন্য নয়
সে নিয়তই দিয়ে যায়
সে শ্রষ্টা, সৃষ্টি করে প্রতিক্ষণ
লিখে যায় সারাক্ষণ তার সৃষ্টির পরিণয়।


সে কবিতায় হাসে, কবিতায় বাঁচে, ভালবাসে কবিতায়।
যখন বাতাসে ভাসে
অসহায়ের আর্তনাদ, পীড়িতের হাহাকার
তার হৃদয় কেঁপে ওঠে, দেখে শত অন্যায়।
সে প্রতিবাদী ঝড় তোলে কবিতায়
একটাই স্বপ্ন দেখে
"সকলে উঠবে জেগে
হবে জাগরিত প্রতিবাদ"।


সে স্বপ্ন দেখে, স্বপ্ন দেখায়
কত নির্মল, সতত সুন্দর পৃথিবী!
সে বাঁচতে শেখায় নতুন করে
নিয়ে পুড়ে যাওয়া ভঙ্গুর নিয়তি।


তার স্বপ্নেরা কত!
তবু যেন সুন্দর হয় না
এই স্বার্থান্ধ নিষ্ঠুর পৃথিবী;
স্বপ্নভঙ্গ হবার কষ্টে সে চুরমার
তাইতো সে আজ ব্যর্থ কবি।।