- মানুষ হতে শিক্ষা লাগে, ওরে মূর্খ গন্ড!
বলেছেন মহাশয়- শিক্ষাই নাকি, জাতির মেরুদণ্ড!


- তা মানলাম বটে, আমি মুক্কুসুক্কু লোক
শিক্ষাটা যে, ব্যবসা এখন -করেছে কিছু লোক!


- তাদের কথা বলব কি আর! শিক্ষিত সব চোর!
ওদের জন্যই আসতে দেরি, সোনালি আলোর ভোর।


- বইয়ের চাপে বাচ্চাগুলোর ভাঙছে মেরুদণ্ড
মানুষ হতে কি কি লাগে, ওরে শিক্ষিত ভন্ড?


- বিজনেসম্যান, বিজনেস করে লাভটাই আসল কথা;
ওদের এত সময় কোথায়? দেশের উন্নয়নে খাটাবে মাথা!


- বাচ্চাগুলারে পাইছে যেন, ছোট্ট উটের বাচ্চা!
ঘাড়ের উপর চাপিয়ে দিছে,বিশাল বইয়ের খাচ্চা!


- বই না বিকোলে চলবে কি আর,  লাভ হবে কি তাতে?
বই বিকোনের টাকা দিয়েই ওরা বেঁচে আছে ডালভাতে।


- এত্তোটুকুন শিশুর ঘাড়ে, অত্তগুলান বই!
জ্ঞানের ভারে আকাশ ছুঁতে, লাগাতে হবে মই!!


- ডিজিটাল দেশের স্বপ্ন মোদের গড়ব সোনার বাংলা;
তোদেরমতন থাকতে কে চায়? সারাজীবন কামলা!


- চাই না আমি তোদেরমত হতে চোরের আমলা,
আমি খুশি পেয়াজ, মরিচ সাথে পান্তাভাত এক গামলা।
   আমার টাকায় ঘুরছে দেশের উন্নয়নের চাকা, রেখেছে মুজিব স্বাধীন দেশে কিছু আগাছারূপী আমলা


- আগাছা নিধন করবে কে আজ?
কে হবে যোগ্য নেতা? কে ধরবে এই দেশের আগামী দিনের হাল?
দেখছি চেয়ে চারিদিকে হাজারো চোর, ছ্যাচ্চর আর যত্তসব আবাল!


- বাচ্চাকাচ্চা মানুষ করো, দিয়ে উচিৎ শিক্ষা;
করে না যেন, তোদেরমত অন্যের ঘরে ভিক্ষা।
মানুষের মত মানুষ হোক নিয়ে প্রখর ব্যক্তিত্ব ;
মানবতার জয়গান করুক ভুলে গিয়ে আমিত্ব।


২৩:১৮/২০-১০-২০১৭