তুমি হিনা তপ্ত মরু শুষ্ক বালি, ছায়ার আশা নাই
তুমি হিনা হৃদ্বয় গহীনে, শূন্যতা খুজে পাই।
তুমি হিনা এক মুহূর্ত, বাচার ইচ্ছা নাই
তুমি হিনা না ফেরার, দেশের পানে যাই।
তুমি হিনা খাচা পড়ে থাকে, পাখি উড়ে যায়
তুমি হিনা আমার অলিক, স্বপ্ন  শূন্যে মিলায়।
তুমি হিনা দেহ আছে,প্রানের অস্তিত্ব নাই
তুমি হিনা জীবন আছে, নাই জীবনের সানাই।
তুমি হিনা বসন্ত আছে, পুষ্প সবুজ পাখির কলতান নাই
তুমি হিনা চক্ষু থেকেও, আমি চির কানাই।
তুমি হিনা বারিধি আছে, তাতে কল্লোল নাই
তুমি হিনা সময় ভুলে,নেত্রবারি ফেলে যাই।
তুমি হিনা যাতনা ভালবেসে, বিরহের গান গাই
তুমি হিনা তোমাকে ভেবে, সন্মিহান হারাই।
তুমি হিনা জীবন যুদ্বে, মৃত্যুর মুখোমুখি দাড়াই
তুমি হিনা চাতক পাখি আমি, সমুদ্রে হাত বাড়াই।
তুমি হিনা আকাশ সাজেনা ,সপ্নীল জোসনা তারায়
তুমি হিনা বিন্দাবন আমার, দিকে দুহাত বাড়ায়।
তুমি হিনা এটুকুও ভাল নাই, ছলছল আখি
তুমি হিনা চাপা কষ্ট জমা করে রাখি।