শ্রাবন তুই আসলি আমার জীবনে 1422 বঙ্গাব্দে
তোর আকাশে মেঘের বৃষ্টি হল আমার দু চোখে।
বৃষ্টির পানিতে ভেষেগেল আমার বুক
তোর স্বাক্ষাতে বিসর্জন দিলাম আমার জীবনের যত সুখ।
আমার হৃদয় বইতে ছিল তোর মেঘের গর্জন
তোর মেঘে অন্ধকার হলো আমার জীবন।
শ্রাবন আমার জীবনে তুই কেন আসলি ?
কেন সুন্দর জীবনকে দূরভিসহ করলে
কেন আমার সুখ গুলো কেড়ে নিলে,
আমার স্বপ্ন গুলো কেন ভেঙে দিলে ?