আমি অনেক কবিতা পড়েছি
আমি অনেক কবিতা লেখিছি
লিখিছি আর ভেবেছি
এতো হয়নি সাহিত্যের কথা
এতো হয়নি সাধু ভাষা।
আজ আমি বুঝি, আজ আমি বুঝি,
কবিতো লেখবে তার মনের কথা
কেন হতে হবে সাধু ভাষা
কেন হতে হবে সাহিত্যের কথা।
আমি লেখব কবি হওয়ার জন্য না
আমি লেখব আমার মনের কথা
আমি লেখব আমার কষ্টের কাথা
আমি লেখব আমর বিরহের কথা।
আমার লেখা পড়ে যদি কারো নাক ছিটকে উঠে
আমার লেখা পড়ে যদি কেউ কাগজ মুচরে ফেলে
তাতে আমার কিছি আসে যায় না,
আমার লেখা খবরের কাগজে ছাপানোর দরকার নেই।
আমি চাইনা কবি হতে
আমি লেখতে চাই আমার মনের কথা
আমি লেখতে চাই আমার কষ্টের কথা
আমি লেখতে চাই বিরহের কথা।