সৃষ্টি তোমার অপরুপ,
দেখে জুড়ায় আমার চোখ।
তোমার ঐ নিপুন হাতের ছোয়ায়,
পূব আকাশে সূর্য ওঠে তোমার ইশারায়।


আকাশ পানে তাকিয়ে দেখি
চন্দ্র তারার মেলা,
সেই মেলাতে মুগ্ধ হয়ে
জোনাকি পোকার খেলা।


ভোর আকাশে তোমার ডাকে
হাজার পাখির মেলা,
তোমার ডাকে সাড়া দিতে
ফুল কলিদের খেলা।


দোয়েল কোয়েল ময়না শ্যামা
প্রজাপতির খেলা,
সেই খেলাতে মুগ্ধ হয়ে
ডুবে তোমার বেলা।



রচনাকাল: ১২/০৮/২০১৭ ইং