বিকাশ বাবু প্রকাশ করল দরিদ্রতার কথা,
তাইতো আজ না খেয়ে থাকে দেশের জনতা।
ভালবাসা তাই বিকাতে হয় ছিড়ে মায়াজাল,
মাথার ঘাম পায়ে ফেলে ধরেনা কেউ হাল।


ছোট্ট ছেলের চোখেও এখন বাচার স্বপ্ন জাগে,
ভালবাসা আমি চাইনা, মুখে ভাত তুলে দাও আগে।
এই যদি হয় জীবন যুদ্ধ ভালবাসার দাম,
এর চেয়েও আর কত চাও দরিদ্রতার প্রমাণ।


কে বলে আজ গরিব আমরা গরিব আমাদের মন?
আমাদের মাঝেই লোকায়িত আজ শত ধনিজন।
আমি শুধু না খেতে পেলে কার বা আসে যায়,
আমার মত কত জনইতো করছে হায় হায়!


সোনার চামচে জন্ম আজ সোনার এ সংসার,
সোনায় মোড়ানো সমাজ তবু অভাবে হাহাকার।
'‍‌‌‌‌‌‌‍ভাত দে না হয় মানচিত্র খাব‍‍‍‍‍' বলতে কি আর পারি?
ভাত দিবে নাকি মানচিত্র খাওয়াবে যারা অনাহারি?



রচনাকালঃ ৩০/০৩/২০১৮ ইং