কেমন মানুষ, কিভাবে হলো নামকরণ,
কেমন ব্যবহার, কেমন তার ধরণ ?
কিবা ধর্ম, কিবা বর্ণ, সাদা না কালো,
মুখশ্রী তার কেমন আকৃিতর মন্দ না ভালো।


কে এই মানুষ, কি খায় ভাত না রুটি?
যে মানুষ স্বীকার করেনা নিজের দুষ ত্রুটি।
ভূল তো মানুষই করে সব প্রবাদে লিখা,
তবুও কেউ জ্বালায় মনে আগুনের শিখা।


কেমন তার আকৃিত চিকন নাকি মোটা হয়?
কেউ কী বাঘ বা সিংহের আকৃতিময়!
না কী অন্য কোন জাতির, বসে বসে ভাবি,
তারা আবার সকল জাতির শ্রেষ্ঠ করে দাবী।


কয়টা তাদের চোখ ভাই, কয়টা তাদের হাত?
মানুষ আবার মানুষকে মারেত ফেলছে নিত্য ফাঁদ।
কেমন তাদের দাতের ধরণ, লম্বা হাতির মত?
নাকি লোমশ যুক্ত শরির, সিংহের আছে যত!