যতক্ষণ জেগে থাকে মাঝি
ততক্ষণ টেনে যায় দাঁড়
ভাবে না ভাবে না মাঝি
জগৎ-সংসার।