আকাশ আজ আমাকে আর
ব্যথিত বা আনন্দিত করে না
আকাশের রঙ আজ ধূসর, মলিন
এখন তা শুধুই এক তেলরঙ ছবি।


এখনও পড়ে আছে অগুনতি লাশ,
এখানে ওখানে তাজা কিংবা
শুকনো রক্তের দাগ,
ওইখানে কেন খোঁজ মানবিক প্রাণ?


নারী-শিশু একসার মৃত মিছিল
বাবার কাঁধে সন্তানের লাশ
তার চেয়েও ভারী কিছু
আজ হৃদয়ের দায়ভার।


মানবিক সাহায্য যাচ্ছে বিরতিতে
যেন আরও ভালভাবে
সুস্থ, সুঠাম যৌবন যায়
ধ্বংসের আবাহনে?


কেমন মানুষ আমি? কেন মানুষ আমি?
লজ্জায় আমি আর আয়না দেখিনা
দগ্ধ আকাশ ছেয়ে থাকে পৃথিবীর কোল,
নির্বাক আমি আর আকাশ দেখি না।