একটা কবিতা লেখবার ইচ্ছে হল তাই

রাত্রি জেগে কবিতার মসলা জোগাই।

তেল, নুন, লাকরী~ আরো কত কি!

আচ্ছা না হয় আজ হোক ঝালহীন আলুনী..

তবুওতো কবি আমি ভাই!

রাত্রির খাতা জুড়ে রাতের কবিতা, নিকষ নিশীথের কালি;

রজনীর পালকে লিখে যাই স্বজনী বেদনার টালী।

বর্ণহীন স্মৃতি বক্ষে চাপিয়া করিছে দলাদলি

নিঝুম রাতের কাব্যকলি আঁধারেই গেল মেলি।