আজকে তোমার বিয়ে
মোঃ ইব্রাহিম হোসেন

আজকে তোমার বিয়ে
থাকবো বলো কেমন করে?
টিকলি মাথায় দিয়ে
যাবে তুমি স্বামীর ঘরে।

এ প্রাণ আমার কাঁদে
তোমার ছবি চোখে ভাসে,
যাও না সুখে থেকো
থাকবো নাকো তোমার আশে।

সুখ তো আমার নাই যে
ভাসি শুধু চোখের জলে,
দুঃখ বুকে নিয়ে
ডুবে থাকি সাগর তলে।

এই ছিলো যে মনে
ভুলে যাবে আমায় প্রিয়ে,
চোখ দুটোকে ঢেকে
চিত্তে শতো ব্যথা দিয়ে।

ঘরটা সুখের ভেঙে
অন্য বুকে বাঁধলে বাসা,
পর হলে যে তুমি
বোবা হলাম নাইকো ভাষা।

এসো ঘরে ফিরে
তুমি ছাড়া বাঁচি না যে,
থাকো বুকের নীড়ে
ভালোবাসো সকাল সাঁঝে।

যাও যদি গো দূরে
প্রাণটা আনচান আনচান করে,
রাখো বেঁধে সুরে
তোমার মনের গোপন ঘরে।

রাগ কেনো গো করো ?
কিনে দেবো বেনারসি,
এ হাত দু'টি ধরো
কাছে কাছে পাশে বসি।

চাই না যে আর কিছু
তোমায় শুধু চাই যে আমি,
নিও আমার পিছু
হবো আমি তোমার স্বামী।

সুখটা দেবো ঢেলে
চিরসুখে রবো ভবে,
পাখনা দু'টি মেলে
এ দু'টি মন সুখী হবে।