আমায় ছেড়ে যেয়ো না মা
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ০৮/০৫/২০২২, রবিবার

আমায় ছেড়ে যেয়ো নাগো
মা জননী তুমি,
তুমি ছাড়া শূন্য ভুবন
শূন্য হৃদয় ভূমি।

নয় কাছে মা তোমায় ছেড়ে
খুব দূরে আজ আছি,
নিত্যদিনই প্রাণ কাঁদে মোর
রব সমীপে যাচি।

বলবে কে যে যাসনে বাবু
থাক কিছু দিন কাছে,
তোকে ছাড়া জীবন আমার
কষ্টতে খুব বাঁচে।

কণ্ঠ যদি শুনি রে তোর
প্রাণটা আমার ভরে,
কখন কি হয় মন জানে না
কাঁপন ধরে ডরে।

যাস যদি তুই আমায় নিয়ে
চল্ না তোরই সাথে,
কষ্ট ক্লেশে একসাথে সব
থাকবো দিনে রাতে।

সান্ত্বনা দেই মাগো আমার
স্বল্প বেতন জানো,
ফ্ল্যাট ভাড়া মোর দেওয়ার মত
সাধ্য যে নাই মানো।

আমিও গো মা তুমি বিনে
খুব যাতনে থাকি,
জাগরণে স্বপ্ন দেখে
দুই চোখে মা রাখি।

যখন আমি যাবো বাড়ি
ডাকবো মাগো বলে,
তখন তুমি থাকবে নাকো
ভাসবো আঁখি জলে।

অচিন পুরে  যাচ্ছ চলে
আজকে আমায় রেখে,
দরজাতে কে বাবু বলে
ডাকবে আমায় দেখে ?