আমার মনের রোষ
মোঃ ইব্রাহিম হোসেন

রোষ যদি হয় মনের ভেতর
তা ক্ষণিকের তর,
পারি না হায় রাখতে পুষে
সারাজীবন ভর।

এই হলো মোর দূর্বলতা
অসহায় এক মন,
পাই না খু্ঁজে ভুবন জুড়ে
একটা প্রিয়'জন।

সাদাসিধা মনের মানুষ
হয় না আপন কেউ,
আপন ভেবে নদীর জলেও
ডুব দিলে হয় ঢেউ।

সান্ত্বনা দেই নিজেকে তাই
করিস না মন ভার,
যার কেহ নাই ত্রিভুবনে
আল্লাহ আছেন তার।

ধৈর্য ধরে যা এগিয়ে
পাবিরে তার ফল,
ফেল মুছে ফেল রুমাল দিয়ে
দুই নয়নের জল।