বিজয়ের দিনের মঞ্চে
মোঃ ইব্রাহিম হোসেন

শত্রুসেনা আঘাত হেনে
মারতে পারে বক্ষে,
ভাঙতে পারে জানালা দোর
ঢুকতে পারে কক্ষে।

চলতি পথে আসতে পারে
কাঁটাতারের বাধা,
ধ্বংস হলে হতেও পারে
জীবন তরীর আধা।

মচকাবে তাও ভাঙবে নাকো
দেহের কোনো অঙ্গ,
ঘাত-প্রতিঘাত যুদ্ধ রণেও
চিত্তে রবে রঙ্গ।

মৃত্যু এসে হানা দিলেও
করবো যে জয় শঙ্কা,
মরণবাজি রাখবো পণে
বাজিয়ে যাবো ডঙ্কা।

আসুক যতই ঝড় ও বাদল
পাড়ি দেবোই লঞ্চে,
হবেই হবে জয়ের দেখা
বিজয় দিনের মঞ্চে।