বুকের দহন
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাকালঃ ০৭-০২-২০২৩ ইং

বুকের দহন যায় না সহন
কষ্টতে বুক বাঁধা,
যায় না বলা পন্থে চলা
লোকজনে কয় গাধা।

বিরহী মন খুব জ্বালাতন
সঙ্গোপনে কাঁদা,
বুঝে না কেউ দুঃখেরই ঢেউ
সফেদ দিলে কাদা।

বইছে নদী নিরবধি
ডুবলো তরী আধা,
বাকি জীবন জ্যান্ত মরণ
সূচনা হয় ধাঁধা।

হয় কি সফল কিংবা বিফল
বলতে পারো দাদা?
জানেন বিধি কোথায় নিধি
পায় নাকি ফের সাধা?

চিত্ত ক্ষত শোকাহত
নিভৃতে রয় বাদা,
শিক্ষিত সে নিরুদ্দেশে 
প্রেম উন্মাদে হাঁদা।