ছাগল ছানার স্মৃতি
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০১-০৩-২০২৪ ইং


আমি যখন ছোট্ট ছিলাম
পালতো ছাগল মা,
আদর দিতে সোহাগ দিতে
থাকতো না মা'না।


শুক্রবারে বাচ্চা হইলে
সোহাগ ধরাধাম,
মঙ্গলবারে হইলে দিতো
মুংলি ছানার নাম।


ছাগল ছানা থাকতো না তার
মায়ের কাছে ভাই,
রাতের বেলায় বিছানাতে
হইতো যে তার ঠাঁই।


লাগলে ক্ষুধা গোয়াল ঘরে
দুগ্ধ পানের পর,
আসতো আবার দৌড় দিয়ে সে
আমার শুয়ার ঘর।


ছাগলও নাই মা-ও যে নাই
এখন আমার হায়!
মন গহীনে স্মৃতির দহন 
দোলা দিয়ে যায়।