ছেলের হাতে বাবা খুন
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ০৬-০৩-২০২৩ ইং

ঝিনাইদহের মহেশপুরে
এই ঘটনা ঘটলো হায়!
এক পরিবার গরিবী হাল
এনজিওতে ঋণের দায়!

ঋণ করেছে দুখিনী মা
ঋণের মাস্টার হাজির তাই,
বাবায় বলে উত্তরে হায়
জেব ফাঁকা তার পয়সা নাই।

কোন জামানা এলোরে ভাই
কাটা ঘায়ে পড়লো নুন!
জ্বলছে দেহে অনল দহন
ধরলো দেশের মনে ঘুণ।

স্বামী বধূর দ্বন্দ্ব ফাসাদ
অল্প আয়ের ঘরে ঋণ,
ছেলের হাতে বাবার মরণ
হায়রে দুখের করুণ বীণ!

ঋণ মানে পাপ পাপের দায়ে
মানব জাতির হয়রে ক্ষয়,
ঋণের বোঝা মারণ কবল
জীবন কভু সুখের নয়।