দেশ বিজয়ে এক নারীর উল্লাস
মোঃ ইব্রাহিম হোসেন
তারিখঃ ০১-১২-২০২৩ ইং

রক্ত দিয়ে বিজয় কিনেছি
করেছি এ দেশ স্বাধীন,
তাধিন তাধিন তাধিন
তাধিন তাধিন তাধিন।

সম্ভ্রম দানে বিজয় এনেছি
ভুলে গেছি দুখ বীণ,
তাধিন তাধিন তাধিন
তাধিন তাধিন তাধিন।

স্বামী সন্তান বলিদানের
অর্জিত এই দিন,
তাধিন তাধিন তাধিন
তাধিন তাধিন তাধিন।

এত কষ্ট করেছি তবুও
হাসি কান্নাবিহীন,
তাধিন তাধিন তাধিন
তাধিন তাধিন তাধিন।

বেদনার ঝড় বইছে বুকে
তবু সুখ সীমাহীন,
তাধিন তাধিন তাধিন
তাধিন তাধিন তাধিন।