ঈদ মোবারক (দুই)
মোঃ ইব্রাহিম হোসেন

মিষ্টি মুখের মিষ্টি হাসি
মিষ্টি গলার সুর,
ঈদ মোবারক, ঈদ মোবারক
থেকো নাকো দূর।

হিংসা ভুলে দাও বাড়িয়ে
ভালোবাসার হাত,
এমনি করে সারাজীবন
থেকো প্রীতির সাথ।

রোজার শেষে সবার মনে
খুশির কলরব,
ধনী গরিব একসাথে সব
আল্লাহ মহান রব।

নাই ভেদাভেদ এক সারিতে
সিজদাতে সব রই,
কোলাকুলি ভাই বেরাদার
আনন্দের হৈ-চৈ।

আহ্লাদিত চিত্ত সবার
নাই দু-চোখে নিদ,
ঈদ মোবারক, ঈদ মোবারক
ঈদ মোবারক ঈদ!

(মোঃ ইব্রাহিম হোসেন রাজশাহী)