একদিন আপন ছিলাম
মোঃ ইব্রাহিম হোসেন

রাত বারোটা কিংবা দু'টা
সময় ছিলো নাকো,
সর্বক্ষণের বাণী ছিলো
ভাইয়া পাশে থাকো।

নেই অপরাধ দিস অপবাদ
কেমন এ তোর নীতি?
স্বার্থের টানে ভুলে গেলি
রেখে গেলি স্মৃতি।

আজ পেয়েছিস খুব আপন জন
পর হয়েছি আমি,
একদিন ছিলাম এই আমিটা
তোর কাছে খুব দামি।

স্বার্থলোভী ও পাষাণী
আসলি বোনের বেশে,
সাদা দিলে দিলি কাদা
নিঠুর হয়ে শেষে।

ভালোবাসার এই প্রতিদান
মারলি বিষের তিরে,
অন্তর জুড়ে রেখেছিলাম
স্নেহ মমে ঘিরে।