👉সত্য ও সুন্দরের জন্য কবিতা👈


আলহামদুলিল্লাহ - সমস্ত প্রশংসা আল্লাহর জন্য।


বাংলা কবিতা আন্তর্জাতিক কবি সম্মিলন - ২০২৪ ইং।
আজ ২৩ ফেব্রুয়ারি/২৪ ইং তারিখে আ ফ ম বাহাউদ্দীন নাছিম প্রশাসনিক ভবন কনফারেন্স রুম, চতুর্থ তলা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত " বাংলা কবিতা ডটকম" এর অনুষ্ঠান।


সত্য ও সুন্দরের জন্য কবিতা।
এই মূলমন্ত্রকে ধারন করে ওয়েবসাইটের কবিতার আসরের কবিবৃন্দের উদ্যোগে আয়োজিত হয়েছে বাংলাদেশের “বাংলা কবিতা আন্তর্জাতিক কবি সম্মিলন-২০২৪”। অনুষ্ঠানে একটি স্মারক গ্রন্থ প্রকাশের পাশাপাশি সম্মানিত কবিদের শুভেচ্ছা স্মারক চিহ্ন ও উত্তরীয় প্রদান করা হয়। অনুষ্ঠানে দেশের বিদেশে বিভিন্ন স্থান থেকে আশা বিভিন্ন পেশার অংশগ্রহণকারীর পাশাপাশি উপস্থিত ছিলেন বিদেশী ভারতের অতিথিবৃন্দ। অনুষ্ঠানটি খুব সুন্দর ও মনোরম পরিবেশে অত্যন্ত সুশৃঙ্খলভাবে পালিত হয়।


অনুষ্ঠানের মিলনস্থল (ভেন্যু) শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রশাসনিক ভবন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কথা সাহিত্যিক সেলিনা হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির উপাচার্য (ভিসি) প্রফেসর ড. মোঃ শহীদুর রশীদ ভূঁইয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেকৃবির প্রক্টর ড. মোঃ হারুন-অর-রশিদ, এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত উপ মহাপরিদর্শক (অ্যাডিশনাল ডিআইজি) সম্মানীয় কবি ফারহাত আহমেদ। অনুষ্ঠানের ১ম পর্বের সভাপতিত্ব করেন কবি কবীর হুমায়ূন (এডমিন-৩) ও ২য় পর্বের সভাপতিত্ব করেন ম্যরীগোল্ড ইন্টারন্যাশনাল হাই স্কুলের প্রিন্সিপাল কবি বেগম সেলিনা খাতুন।


অনুষ্ঠানে প্রকাশিত স্মারক গ্রন্থ “অভিযাত্রিক” ২০২৪ সালের অমর একুশে গ্রন্থমেলায় বইটি প্রকাশ করেছেন বুলবুল পুস্তক প্রকাশন এর প্রকাশক মোঃ বুলবুল হোসেন, এবং পরিবেশক হিসেবে রয়েছে বাংলার প্রকাশন। সার্বিক সহযোগিতায় ছিলেন কবি মোঃ সিরাজুল হক ভুঁঞা এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কবি কবীর হুমায়ূন। সম্পাদনায় ছিলেন কবি সরদার আরিফ উদ্দিন, কবি মোঃ বুলবুল হোসেন ও কবি মুহাম্মদ মনিরুজ্জামান।


ভারত থেকে যে সকল কবি উপস্থিত ছিলেন,
১,ভৌমিক০২। কিশোর কুমার মজুমদার০৩। এডভোকেট শ্রী মরণ ঋষি দাস০৪। সোমেন লস্কর০৫। শ্রী বিশ্বজিৎ দেবনাথ (বাবুল)০৬। ডাঃ সুকান্ত সাহা০৭। শ্রী রিপন দেবনাথ০৮। শ্রী সুপ্ত চৌধুরী।০৯। তনুজ সাহা১০। শ্রী মিঠুন চক্রবর্তী১১। হাজী মোঃ আবদুল সেলিম১২। ডাঃ রানা চক্রবর্তী।


বাংলাদেশ থেকে যে সকল কবি উপস্থিত ছিলেন,
মোঃ ইব্রাহিম হোসেন-রাজশাহী,রুমি মাহমুদ, পলাশ দেব নাথ, রুনা লায়লা,মোঃ তাসিন ইসলাম রুহান, শ্যামল সরকার,শেখ মোঃ খবির উদ্দিন, অনীক আহরার মিনু গরেট্টী কোড়াইয়া (বৃষ্টিরানী), মোঃ মিজানুর রহমান (সোহাগ), সরদার আরিফ উদ্দিন, মোঃ বুলবুল হোসেন,দেলওয়ার হোসেন শিকদার,অবিরুদ্ধ মাহমুদ, মাহমুদ রেজা, বেগম সেলিনা খাতুন , আলম সরওয়ার,মোহাম্মদ খায়রুল কাদির, আপেল মুসা, সুদীপ্তা চৌধুরী(সৌদামিনী), কবি ডক্টর মুহাম্মদ জাকির হোসেন বিপ্লব, মীর মুরশিদ জাহাঙ্গীর,শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান, মুহাম্মদ মনিরুজ্জামান ,আলমগীর সরকার লিটন,বখতিয়ার উদ্দিন,তাহমীদ হাসান তামীম, অধম নূর ইসলাম,সুলতান মাহমুদ, মোঃ সিরাজুল হক ভূঞা, শফিকুল ইসলাম বাদল, ফাতেমা-তুজ-জহুরা,শহীদ উদ্দীন আহমেদ, মোঃ ইবরাহীম খোকন, হুমায়ূন কবির, খায়রুল আহসান,তুহিন-উল-ইসলাম, ইঞ্জিনিয়ার সৈয়দ নিলয়, মোঃ জা‌নে আলম [বিদ্যুৎ],বেলাল উদ্দীন,প্রফেসর ড. মোস্তফা দুলাল, মোঃ ইয়াসিন আহমেদ,মোঃ মোস্তাফিজুর রহমান,জাহিদ হোসেন রনজু,আফরিনা নাজনীন মিলি, মুহাম্মদ মোজাম্মেল হোসেন, রেজাউল করিম সোহাগ,ফারহাত আহমেদ, মামুনুর রশীদ রাজ, মোঃ জাহিদ হাসান, সাইদ খোকন নাজিরী, বিপ্লব চন্দ্র দত্ত, সাইফ উদ্দিন সায়েম, জে.আর. এ্যাগ্নেস (মালবিকা কবি),মোঃ আব্দুল লতিফ রিপন, মোঃ রায়হান কাজী, মুহাম্মদ জে.এইচ (রপ্পি),জে এস এম অনিক,এন আই জীবন,মোঃ তবিবুর রহমান হৃদয়-(বিরহী কবি),এম নাজমুল হাসান,মোহাম্মদ আজিজুল হক রাসেল, আফরোজা খাতুন।