খোকন সোনা
মোঃ ইব্রাহিম হোসেন

খোকন সোনা রাগ করে না
দেখাও হাসি মুখ,
তোমার মুখে থাকলে হাসি
ভরে যে এই বুক।

তুমি আমার ময়না পাখি
এই ভুবনের সুখ,
তোমায় পেয়ে ভুলে থাকি
কষ্ট জ্বালা দুখ।

একটু হাসো কাছে এসো
করিওনা মুখ ভার,
কোনোদিনও বকা তোমায়
দেবো নাকো আর।

হাত বাড়িয়ে ডাকছি কাছে
বাড়াও দুটি হাত,
আজ বিকেলে আমরা দু'জন
খেলবো একই সাথ।

আদর দেবো সোহাগ দেবো
দেবো তুলে ফুল,
তুমি যে মোর জীবন নদীর
দুই ধারে দুই কূল।