লাজুক মেয়ে  (২৪-০৯-২২, রাত ১২টা)
মোঃ ইব্রাহিম হোসেন

কী দারুণ দেখতে মাশাআল্লাহ!
হবে না তোমার সাথে কারো পাল্লা।
বিধাতার হাতে গড়া খুব রূপসী,
ফুলে ভরা ফুলদানি  এক সরসী।

মুক্তা ঝরানো সেই মুখের হাসি,
রহে না ঘরেতে মন ছুটে যে আসি।
ঝকঝকে চকচকে দাঁতের মাঝে,
চাঁদের আলোর যেন ঝলক এ যে।

তব ওই অঙ্গতে সুবাস ছাড়ে,
মৃগনাভি গন্ধতে এ মন কাড়ে।
কোথায় থাকো গো মেয়ে কোথাতে বাস?
তোমাকেই চাই শুধু তোমাতে আশ।

তুলতুলে দু'টি গাল হাতিতে টোল,
বেসামাল হয় মন খায় সে দোল।
বাতায়নে এলো কেশ সমানে উড়ে,
আনচান আনমনে মাথাটা ঘুরে।

লাল লাল ঠোঁট দুটো নাকটা উঁচু,
উম্মাদ চিত্ত যে চায় সে চুচু।
লজ্জাতে ঢাকে মুখ ওড়না তুলে,
হায় আমি কোন পথে এ কী যে ভুলে!
===================

বুঝলি না তুই মন
মোঃ ইব্রাহিম হোসেন

তুই যদি হায় হইতিরে মোর
আমি হইতাম তোর,
ভুবন ভুইলা তোরে লইয়া  
থাকতাম ঘুমের ঘোর।

আজরাইলে আসতো যদি
বলতাম আমি থাম,
প্রিয়তম ঘুমাই আছে
আছে অনেক কাম।

আমার কিছু আয়ু তারে
দে না দোহাই তোর,
শান্তিরই ঘুম ঘুমাই আছে
রাত শেষে হোক ভোর।

তাও যদি তুই মানতে না চাস
নে না আমার জান,
জানেরই জান মোর কলিজার
যাক না বেঁচে প্রাণ।

দেখে এমন ভালোবাসা
মুগ্ধ হত সে,
আমার আয়ু তোকে দিয়ে
ফিরে যেত যে।

বুঝলি না যে তুই কখনো
হায়রে এমন মন,
তোর কারণে দুটি চোখে
অশ্রু সদা ক্ষণ।
===========