মা বিহনে ঈদ
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ০৮-০৪-২০২৪ ইং


বছর বছর প্রতি বছর ঈদ ঘুরে ফের আসে,
মা বিহনে বিষাদ লাগে ঈদের খুশি নাশে!
আঁখির জলে বন্যা বহে চোখের তারায় স্মৃতি,
মাগো তোমার আদর সোহাগ হৃদয় ভরা প্রীতি।


যায় না ভোলা দুঃখে দোলা ফুল ফোটে না বাগে,
সুখের বদল কষ্টগুলো হৃদ আঙ্গিনায় জাগে।
আসবে না মা আর কখনো আবার ফিরে তুমি,
কেমন করে তুমি বিনে শান্তিতে মা ঘুমি?


ঈদের দিনে করেছি মা তোমার চরণ সালাম,
তুমি বিনে শূন্য হৃদয় করুণ এমন কালাম!
আগের মতোই যাবো গো মা ঈদগাহা মাঠ আমি,
নাইকো সালাম করার মতো নাই কেহ আর দামি।


নাইকো কেহ করবে দোয়া হাত রেখে মোর শিরে,
চিরদিনই থাকিস খোকা সুখের বসত নীড়ে।
যেথায় থাকিস ভালো থাকিস এই দোয়া যাই করে,
চোখের আড়াল হলে আমার প্রাণ মরে যায় ওরে!


সেই মা তুমি নাই যে ঘরে আছো কবর দেশে,
চোখের নীরে বালিশ ভিজে এতিম অধম বেশে।
নিত্যদিনই দোয়া করি কান্নাতে চোখ ভরে,
জান্নাতে হোক বসতবাড়ি নুরের আলো গোরে।


দু'হাত পেতে তোমার দ্বারে দোয়া করি প্রভু,
কবুল করার মালিক তুমি নাই কেহ আর কভু।
হে দয়ালু দয়া করে জান্নাতে দাও মাকে!
আমার শিরের তাজ করেছো মা জননী যাঁকে।