মরুর বুকে নবী (সঃ)
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ১৩-১০-২০২২, বৃহস্পতিবার।

আরব দেশে জন্ম নিয়ে
এলেন  মহা-নবী,
উঠলো হেসে মরুর বুকে
রঙিন এক রবি।

মা আমিনার নয়ন মণি
উম্মতেরি ত্রাণ,
রাসূল প্রেমে সারা জাহান
ফিরে পেলো যে প্রাণ।

ফুটলো বাগে গোলাপ কলি
ভ্রমর এলো ডেকে,
চন্দ্র মামা মুচকি হাসে
রাসূল ছবি এঁকে।

সাগর নদী ঝর্ণা ডাকে
মুহাম্মাদ নামে,
লাখো দরুদ সালাম পড়ে
ফেরেস্তারা ধামে।

আঁধার দূরে ফুটলো আলো
নূর নবীর নূরে,
পাখনা মেলে পক্ষীকুলে
গায় মধুর সুরে।

মুহাম্মাদ মোস্তফা যে
দিলের মাঝে সব,
ধরার বুকে শান্তি দিতে
পাঠাইলেন রব।