নিমকহারাম
মোঃ ইব্রাহিম হোসেন

যেমন খুশি তেমন বলো  
সংযত চাই ভাষা,
ভাষার মাঝে বিষের ছোরা
সমাজ সর্ব-নাশা।

ভাবছো নিজে মহাপণ্ডিত
গর্বে ফেটে পড়ো,
অশ্লীলে নয় শ্লীলতাতে
বুদ্ধি চেপে ধরো।

তোমার মনের সব ভাবনা
সকল জনের হবে,
ভুল ধারণা বন্ধু তোমার
একটু ভাবো তবে।

মিষ্টি মুখের হাসি দিয়ে
কলিজা নাও ছিঁড়ে,
ষড়যন্ত্রের কুয়া খুঁড়ে
আগুন জ্বালো নীড়ে।

সবার শীর্ষে জ্ঞানের সাগর
ভাবছো নিজে তুমি,
অতীত চেয়ে দেখলে পাবে
কই ছিলো জ্ঞান ভূমি?

অতীত ভুলে বর্তমানে
পণ্ডিত সাজো আজি,
কৃতজ্ঞ নও অকৃতজ্ঞ
নিমকহারাম পাজি।

(রচনাঃ ২৭-০৬-২০২২, সোমবার)