নিরুপায় জনতা
মোঃ ইব্রাহিম হোসেন
রচনাঃ ৩০-১০-২০২৩ ইং

দেশে এ কী লুটপাট!
               জনমনে ঝঞ্ঝাট
চারিদিকে হাহাকার!
          মানহানি এ লোপাট।

লোভ মোহ ক্রোধ আর
                  অন্যায় অবিচার
সুদ ঘুষে ভরপুর
             ধর ধর মার মার!

লালে লাল বেসামাল
           জনতারা নাজেহাল
লোহিত সাগর যেন
          হায় বুকে মারে ফাল!

রক্তের সরোবর
              রাজপথে নারী নর
পাপে ভরা দুনিয়াটা
          পা বাড়াতে খুব ডর।

সততার যুগ শেষ
            বিরহের জ্বালা ক্লেশ
বিনাদোষে কারাগার
           হাততালি বেশ বেশ।

অপবাদ অপরাধ
            এ জীবন বরবাদ
শোষণের কশাঘাত
         ভাঙে নীড় ভাঙে বাঁধ।

নিদারুণ নিপীড়ন
             করে ঘাড়ে আরোহণ
কান্নার কলরব
            বিভিশিকা বিবরণ !

শান্তিতে দেশ নাই
              সাধারণে নিরুপায়
হে মালিক স্রস্টা !
              তব দ্বারে দয়া চাই।